‘সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য কমানো সম্ভব’
অফিস রিপোর্টাের।
সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য কমানো সম্ভব। ভ্যাট আইন না বুঝে অনেকে একাধিকবার ভ্যাট দেন। এতে দ্রব্যের মূল্য বেড়ে যায়। যেখানে ভ্যাট হওয়ার কথা ১৫-১৮ ভাগ, সেটা গিয়ে দাঁড়ায় ৩৭ভাগে। দেশের ৯৮ভাগ ভ্যাট দেয় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। এছাড়া মানুষের মধ্যে ভ্যাট ভীতি রয়েছে। ভ্যাটে ভীতির কিছু নেই। ভ্যাট বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সহজ ভাষায় বই প্রকাশ করছি। কুমিল্লায় ‘রাজস্ব আইন ও ডাক্তার কদম আলী ডিগ্রি নাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক মো. আলীমুজ্জামান এই কথাগুলো বলেন। মঙ্গলবার বিকালে নগরীর টাউন হল কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন বইয়ের প্রকাশক প্রিয়মুখ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদ ফারুক,জুলহাস উদ্দিন রনি ও জোবায়ের রুবেল।
লেখক আরো বলেন, কুমিল্লা টাউন হল মাঠে চলমান বইমেলায় তার বইটি রয়েছে। তিনি বিভিন্ন জেলায় গিয়ে বইটির প্রচার করেন যাতে ভ্যাট সম্পর্কে মানুষের ভীতি দূর হয়। তিনি বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন গ্রুপে চাকরির অভিজ্ঞতা থেকে এই বই লিখেন। এর আগে তিনি লিখেন ‘ভ্যাট গাইড ফর এক্সপোর্ট বিজনেস’।