নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে দাদা-নাতির মৃত্যু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজ নাতি বায়েজিদকে নিজের দোকানেই খুঁজে পান দাদা। কিন্ত সত্তরোর্ধ দাদা কফিল উদ্দিন টিনের সাথে লেগে থাকা নাতির অবস্থা বুঝতে পারেন নি। নাতির দেহে হাত লাগাতেই বিদ্যুতে হন স্পর্শিত। দাদি-নাতি দু’জনেরই ঘটে মৃত্যু।
সোমবার (১০ আগস্ট) সকালে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মেঘনা তীরবর্তী খাগালিয়া গ্রামে ঘটে এই মর্মান্তিকতা। নিহতেরা হলেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) কফিল উদ্দিন (৭২) এবং তারই নাতি বায়েজিদ (১১)।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের বরাত দিয়ে ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেরন। সোমবার সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানে গিয়ে দেখেন নাতি বায়েজিদ টিনের সাথে আটক (বাস্তবিকে বিদ্যুৎস্পর্শিত) হয়ে আছেন। বিষয়টি আঁচ করতে না পেরে বৃদ্ধ দাদা কফিল উদ্দিন তার নাতির গায়ে হাত দিলে তার দেহও বিদ্যুতায়িত হয়ে যায়। এতে উভয়েই বিদ্যুৎস্পর্শে মারা যায়। এই ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় নামে বিষাদের ছায়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’