নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে –এমপি বাহার

মোহাম্মদ শরীফ।

inside post

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর টাউন হল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা পুলিশ সুপার সুপার আব্দুল মান্নান, ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘দিবস গুলো আসলে আমরা সচারচর বক্তব্য দিয়ে চলে যাই। কিন্তু এই বিষয় গুলো শিক্ষার্থীদেরও জানা প্রয়োজন। পরবর্তী আয়োজন গুলোতে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের গল্প জানতে পারে সেই উদ্যোগ নিতে হবে।

আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন