জেলা আইসিটি ফোরাম কুমিল্লা’র নতুন কমিটি

 রিপোর্টার।
আইসিটিফোরই জেলা অ্যাম্বাসেডর ও আইসিটিতে পারদর্শী সক্রিয় শিক্ষকদের সংগঠন ‘জেলা আইসিটি ফোরাম,কুমিল্লা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠীত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর এসএম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজিম খান, সাংগঠনিক সম্পাদক বুড়িচং কালীনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির খান।
শনিবার (৩১ ডিসেম্বর) আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন দেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা আইসিটি ফোরামের প্রধান উপদেষ্টা মো ইউনুস ফারুকী।
করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে শিক্ষকদের প্রশিক্ষণ, জেলার শিক্ষকদের নিয়ে আত্ম উন্নয়নমূলক সম্মেলন, শিক্ষকদের জন্য ওয়েবসাইট তৈরী, শিক্ষকদের মান উন্নয়নসহ আইসিটিসহ তথ্য প্রযুক্তির জ্ঞান প্রসারে সংগঠনটি জেলা ব্যাপী শিক্ষকদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি মো নাছির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য আইসিটি খাত গুলোতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। চেস্টা করেছি বিগত সময় গুলোতে সংগঠনের সকল সদস্যদের নিয়ে জেলা ব্যাপী সেই লক্ষ্য ছড়িয়ে দিতে। আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন কুমিল্লার সাবেক জেলা প্রশাসক জনাব কামরুল হাসান। আশা করি সামনের দিন গুলোতে সবাইকে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যাবো’।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম খান বলেন, ‘স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন কমিটি গঠীত হলো। নতুন কমিটি নতুন উদ্যমে কাজ করবে। সবার সহযোগীতা কামনা করছি’।
inside post
আরো পড়ুন