উত্তর জেলা আ.লীগ সভাপতির গাড়ি ভাংচুর, গ্রেফতার ৫

inside post

 হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি :

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিনের গাড়ি ভাংচুরের ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রজম্মলীগের সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত  ২৫ জনকে আসামি করে মডেল থানায় মামলা দায়ের করেন। রোববার (২৯ জানুয়ারি) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—গৌরিপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে মামলার প্রধান আসামি ইয়াকুব (৩৪),দৌলতপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আল-অমিন(৩১) একই ইউনিয়নের পূর্ব কাউয়াদী গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে মো.মারুফ চৌধুরী(২২),কানাচোয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. এনামূল শিকারী(২৯) ও বাউরিয়া গ্রামের মো. শাহআলমের ছেলে মো. সুজন মিয়াজী(২৮)।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা জানান,  মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক(এসআই) সুদর্শন কান্তি দে ফোর্স নিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে  প্রধান আসামি ইয়াকুবসহ ৫ জনকে গ্রেফতার করেছেন। বাকী আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য- গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মঈন চৌধুরীর সমর্থকদের সাথে উত্তর জেলা সভাপতি বশির মিয়াজীর দ্বন্দ্ব তৈরি হয়। এখানে মনোনয়ন বাণিজ্যেরও অভিযোগ উঠে। শনিবার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের রফারদিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। বিকেলে সেখান থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান সমর্থকরা গাড়িতে বশির চৌধুরী আছে মনে করে হামলা চালান জেলা সভাপতির গাড়িতে। যদিও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন বশির মিয়াজী।

আরো পড়ুন