কুমিল্লা- সিলেট মহাসড়ক ইজারা দিলেন ইউএনও!
প্রতিনিধি।।
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থিত দেবিদ্বার উপজেলা সদর থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ অংশ সিএনজি মাইক্রোবাসের স্ট্যান্ড হিসেবে ইজারা দিয়েছেন দেবিদ্বার পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক দেবিদ্বারের ইউএনও ডেজী চক্রবর্তী। দেবিদ্বার পৌর সভার ৫টি সিএনজি/ অটোবাইক, অ্যাম্বুলেন্স, কার, মাইক্রো স্ট্যান্ডের পাশাপাশি দেবিদ্বার সদর থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ অংশও ইজারা দিয়েছেন পৌর প্রশাসক। পৌর প্রশাসকের এক প্রজ্ঞাপনে ওই নির্দেশনা দেয়া হয়।
সূত্রমতে, ২০ফেব্রুয়ারি পৌর এলাকার সিএনজি/ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার কার-মাইক্রো অ্যাম্বুলেন্স স্ট্যান্ডগুলো কুমিল্লা- সিলেট হাইওয়ে সড়ক সংশ্লিষ্ট ‘দেবিদ্বার পুরাতন বাজার থেকে- ওয়াহেদপুর সিএনজি/ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের উত্তর গলি থেকে কোম্পানীগঞ্জ রোডের সিএনজি/ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার- চান্দিনা রোডস্থ বিআরডিবি আওতাভূক্ত ইউসিসিএর জায়গায় সিএনজি/ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে হতে কুষ্ণপুর রোডের সিএনজি/ ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার ফুলগাছ তলা থেকে খলিলপুর রোডের সিএনজি/ইজিবাইক স্ট্যান্ড, দেবিদ্বার কার-মাইক্রো অ্যাম্বুলেন্স সরকারি হাসপাতাল গেইট স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়। এর মধ্যে দেবিদ্বার- চান্দিনা সড়কের বিআরডিবি’র আওতাভুক্ত ইউসিসির স্ট্যান্ড ছাড়া বাকী সবগুলোই ‘কুমিল্লা-সিলেট হাইওয়ে সড়কের উপর প্রতিষ্ঠিত। নিউমার্কেট থেকে সরকারি হাসপাতাল ও থানা গেইটের ৫ শত মিটারের মধ্যে স্ট্যান্ডগুলোর অবস্থান। এর মধ্যে দেবিদ্বারে অবস্থিত জেলা পরিষদ মার্কেটের গলি থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত কুমিল্লা- সিলেট মহাসড়কে অবস্থিত।
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ২৬ডিসেম্বর উপজেলা পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে মহাসড়কে সিএনজি স্ট্যান্ডটি ইজারা না দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। তারপরও ইউএনও কার স্বার্থে কুমিল্লা- সিলেট মহাসড়ক ইজারা দিয়েছেন তা তিনি ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে পৌরপ্রশাসক ও ইউএনও ডেজী চক্রবর্তী বলেন, স্ট্যান্ড মহাসড়কে কিনা জানি না। এ বিষয়ে আমার পৌর সচিব ভালো বলতে পারবেন।