‘আমার দুয়ারে ঈদের চাঁন আইছে’
প্রতিনিধি।
‘অসুস্থতার জন্য জামাই কাম করতো পারে না। পোলা-মাইয়া নিয়ে কোনো রকম শাক পাতা টুকাই খেয়ে বেঁচি আছি। ভাবছি ঈদও যাইবো এমন। আজকে আমার ঘরে ঈদের সব বাজার নিয়ে আইছে এমপি সাহেব। মনে হইতাছে আজ আমার ঘরের দুয়ারে ঈদের চাঁন আইছে’।
দেবিদ্বারের গুচ্ছ গ্রামের বাসিন্দা হোসনেয়ারা সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের হাত থেকে ঈদ সামগ্রী উপহার পেয়ে আপ্লুত হয়ে বলছিলেন এসব কথা।
হোসনেয়ারা বলেন, ‘আমরার কি আর তৌফিক আছে এমন দামী খাবার কিনে খাওয়ায়? বাইরে মানুষ আমাদের ঘৃণা করে। আমরা পথের মানুষ ছিলাম। আমাদের সাহায্যও করে না। এমপি রাজী আমার ঘরে আইছে। আমি তার মাথায় হাত বুলাই দিছি। এটাই আমার ঈদ’।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সব শ্রেণিপেশার ৫ হাজার পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে গুচ্ছ গ্রাম গুলোতে নিজ হাতে তুলে দেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। এছাড়া উপজেলার অস্বচ্ছল মানুষের এলাকা ভিত্তিক ঈদ উপহার বিতরণ করেন তিনি। এসময় তরুণ এই সাংসদ বলেন, ‘সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, স্বাধিনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছেন। একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গড়তে হলে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি’।
ঈদ উপহার বিতরণকালে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মনির মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা আবুল খায়ের মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিকসহ বিভিন্ন স্তরের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।