ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিদ্যাকুট বাজারে বিক্ষোভ
মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন ইমাম পরিষদের আয়োজনে ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম,নারী পুরুষ ও শিশুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে বিদ্যাকুট বাজারে ইমাম পরিষদ ও ইউনিয়নের হাহার মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ঈদগাহ ময়দানে এসে শেষ হয় ।
ওই ময়দানে বিদ্যাকুট ইউনিয়ন ইমাম পরিষদের
সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমীর পরিচালনা ,সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার সাবেক চেয়ারম্যান জিয়াউল হক সরকার , মাওলানা আবুল হাসান, হাজী মুহসিন, মোঃ আনোয়ার হোসেন , মাওলানা জুনায়েদ আহমেদ ইয়াকুবি , মাওলানা আমিনুল ইসলাম ইয়ামিন সরকার , মুফতি সাজিদ বিন নূর , ডাঃ নজরুল ইসলাম , মাওলানা ইব্রাহিম বেলালী , মাওলানা জয়নাল আবদীন জহিরী , মাওলানা আবু বকর, মাওলানা জয়নাল আবেদীন যুক্তিসাহি অলিউল্লাহ ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলা ও নারকীয় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়লি হামলা বন্ধেরও আহ্বান ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, ইসরায়েলের তৈরি পণ্য বর্জসহ ৭ দফা দাবি জানান। ইসরায়লি হামলা বন্ধ করে আল আকসা মসজিদকে মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে হবে ।