মনোনয়ন পত্র জমা দিলেন অধ্যক্ষ আফজল খানের মেয়ে সীমা
প্রতিনিধ।।
আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুমিল্লার প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লা-৬ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার পক্ষে মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ। এর আগে গত ১৯ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
জমার সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, মহানগর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, অ্যাড. আনিছুর রহমান মিঠু ও কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা সিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদসহ অন্যান্যরা।
প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সিকদার বলেন, আঞ্জুম সুলতানা সীমা রাজনৈতিক পরিবারের সন্তান। বাবা কুমিল্লার রাজনীতির প্রাণপুরুষ অধ্যক্ষ আফজল খান। বাবার মতো তিনিও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে বর্তমানে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সীমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আমরা হাজার হাজার নেতাকর্মী বিশ্বাস করি।
উল্লেখ্য, সীমা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্যানেল মেয়র এবং কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।