কুমিল্লায় চীনের নাগরিকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর একটি ভবন থেকে এক নারী চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯জুন ) সকাল নগরীর আশ্রাফপুরের নোয়াগাও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে ইপিজেডে কর্মরত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম শান হুয়ানমেই (৫২) । তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লায় ইপিজেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন জানান, প্রথমিকভাবে জানা গেছে স্ট্রোকে ওই চীনা নাগরিক মৃত্যুবরণ করেছেন। বিস্তারিত জেনে জানানো হবে।
স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, নগরীর নোয়াগাও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনে ৩য় তলা থাকতেন চীনা নাগরিকদের সাথে তিনি । সকাল সাড়ে ৮ টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন ,পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কুমিল্লায় ইপিজেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন বলেন, ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মরদেহ পাঠানো হয়েছে।