ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে  বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

 

আলোচনা সভা ও স্মৃতিচারণসহ নানা আয়োজনে কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে উদযাপন হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শনিবার (৫ অক্টোবর) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদসহ অন্যান্য শিক্ষকরা। মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক মো. শাহ জাহান ও প্রভাষক লাকী রানী দত্ত। অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করতে মানুষ গড়ার কারিগরদের ভূমিকা কোনো অংশে কম নয়। তাই আগামীতে বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মিাণে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে সহকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকরাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন। অন্যান্য বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন শক্তিশালী করার প্রতি জোর দেন। এছাড়াও অনেক শিক্ষক নিজেদের শিক্ষা গুরুদের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ উপলক্ষে শিক্ষক পরিষদের উদ্যোগে কেক কাটার পর শিক্ষকদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ-উপাধ্যক্ষ।

– প্রেস বিজ্ঞপ্তি।