‘মেধা ও বুদ্ধির বিকাশে সাহিত্যে- সংস্কৃতি চর্চার বিকল্প নেই ’
বিনয় সাহিত্য সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা
প্রতিবেদক।।
মেধা ও বুদ্ধির বিকাশে সাহিত্যে -সংস্কৃতি চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমী সুনাগরিক গড়ে তুলতেও সাহিত্যচর্চা অপরিহার্য। কুমিল্লার সাহিত্যচর্চা ও সমাজসেবামূলক সংগঠন – বিনয় সাহিত্য সংসদ দীর্ঘ ৪৪বছর যাবত সাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনন্যসাধারণ ভূমিকা রেখে আসছে। সৃজনশীল, গবেষণামূলক ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংকলন ক্ষেত্রে এ সংগঠন পিছিয়ে নেই। এ সংগঠনের মুখপত্র – যা ইতোমধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছে। সাহিত্য – সংস্কৃতি ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে যারা অবদান রাখেন বিনয় সাহিত্য সংসদ তাঁদের পুরস্কৃত করে থাকে। এ যাবত কুমিল্লার ১৮ গুণীজন ও ৩ টি সংগঠনে বিনয় সম্মাননা পদক প্রদান করা হয়েছে। ইতিবাচক এসব কর্মকাণ্ডের আলোকে বিনয় -এর পথচলা আগামী দিনে আরো সুগম ও অব্যাহত থাকুক। শনিবার বিনয় সাহিত্য সংসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ বিনয় সম্মাননা পদক- ২০২৪ ‘ প্রদান ও আপন-২৯ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যাশা করেন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক ডা মোসলেহ উদ্দিন আহমেদ।
বিনয় সাহিত্য সংসদের ১৯০তম এ অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিমকে বিনয় সম্মাননা পদক-২০২৪ প্রদান করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচছা জানান ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের নির্বাহী সদস্য চঞ্চল চক্রবর্তী।
ড. মোঃ নিজামুল করিমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাসনা হেনা নূহা।
সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করেন ড. মোঃ নিজামুল করিম। তাঁর জীবন ও কর্মের আলোচনা করেন মাধবপুর আলহাজ্ব আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। আপন-২৪ সংখ্যার মোড়ক উন্মোচন করেন সংবর্ধিত অতিথি ড. মোঃ নিজামুল করিমসহ অন্যান্য অতিথিরা।
আপন প্রকাশনা ও বিনয় সাহিত্য সংসদের কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল ও বাচিকশিল্পী বদরুল হুদা জেনু।
স্বাগত বক্তব্য রাখেন বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
জাতীয় সঙ্গীত ও সূচনা সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা আবৃত্তি করেন নাফিসা মজুমদার নিহা ও প্রান্তি রাণী সাহা।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাবলিহা লামিয়া ও ফার্সা এ- হাসিন।