‘আলোকিত মানুষ একটি দেশকে আলোকিত করতে পারেন’ 

inside post
প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি নতুন স্কুলের উদ্বোধন করা হয়েছে। নতুন জেনেক্স মডেল স্কুলটি শনিবার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন  ক্যাম্পাসে উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক কুহিনূর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সমাজকর্মী মতিন সৈকত, সিনিয়র পুলিশ সুপার বেলায়েত হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।
এতে বক্তারা বলেন, নতুন স্কুলটি এই এলাকার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে। সমাজে আলোকিত মানুষ গড়ায় ভূমিকা রাখবে। একজন আলোকিত মানুষ একটি দেশকে আলোকিত করতে পারেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলম মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মিজান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় ভর্তিকৃত প্রথম ১০ জন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

আরো পড়ুন