‘প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ এবং সচেতন হতে হবে’
অফিস রিপোর্টার।।
সরকার প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পোঁছানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী প্রজন্মকে মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ ও সচেতন হতে হবে। শুক্রবার দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলার নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। সমাজ সেবক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিএফও সুলতান আহমেদ ভূঁইয়া প্রমুখ।