আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদকের বন্ধু মনির আহাম্মদের ইন্তেকাল
॥অফিস রিপোর্টার॥
শহরতলীর ডুমুরিয়া চান্দপুর কেরানী বাড়ি নিবাসী আলহাজ্ব মনির আহাম্মদ ভূইয়া ২১ মে বিকালে তাঁর শ্বশুর বাড়ি সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর।
মরহুম মনির আহাম্মদ ভূইয়া ছিলেন সাপ্তাহিক আমোদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর বাল্য বন্ধু ও ঘনিষ্ঠ সহচর। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মোহাম্মদ ফজলে রাব্বী যখন কুমিল্লা জেলার সালারে জিলা ছিলেন তখন মনির আহাম্মদ ছিলেন তাঁর ডেপুটি কমান্ডার।
আমোদ সম্পাদক বাকীন রাব্বীর সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক বই রঙিন ঘুড়ি’তে মরহুম মনির আহাম্মদ সম্পর্কে একটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন। মনির আহাম্মদ ছিলেন তাঁর শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তানের জামাতা। সেই সূত্রে শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর তিনি নিজ বাড়ি ও শ্বশুর বাড়ি দেখাশোনা করতেন ও উভয় বাড়িতেই থাকতেন। ২১ মে বাদ এশা বেলতলীতেই তাঁকে শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে,চার মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।