একদিনে ৪ লাখ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত

আমোদ ডেস্ক।।

শীতের আগমনে বেশিরভাগ অঞ্চলে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। প্রাদুর্ভাব শুরুর পর গত শুক্রবার প্রথমবারের মতো একদিনে ৪ লাখ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বে। এ পর্যন্ত মোট সংক্রমণ ৪ কোটির বেশি।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী রোববার বিকাল পর্যন্ত বিশ্বের ৪ কোটি ২০ হাজার মানুষের দেহে মহামারি করোনা তার সংক্রমণ ঘটিয়েছে। আর করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ লাখ ১৫ ৫৮৭ জন। সুস্থ ২ কোটি ৯৯ লাখ ৩২ হাজার।

করোনায় শীর্ষ সংক্রমিত দেশ এখনও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ৮৩ লাখের বেশি আমেরিকানের ২ লাখ ২৪ হাজারের বেশি মারা গেছে। আর ভারতে প্রায় ৯৫ লাখ আক্রান্তের মধ্যে প্রাণহানি ১ লাখ ১৪ হাজারের বেশি। ১ লাখ ৫৩ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৫২ লাখ।

ইউরোপে ফের প্রকোপ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলটির দেশগুলো ফের বিধিনিষেধ জারির পথে হাঁটছে। তবে অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা থাকায় বেশিরভাগ দেশই এবার চলতি বছরের প্রথম ভাগের মতো সবকিছু অচল করে দেয়ার মতো কঠোর কোনো পদক্ষেপ নেবে না বলেই অনুমান পর্যবেক্ষকদের।