ওষুধ পরিবহনের পিকআপ ভ্যানে ফেন্সিডিল গাঁজা!

প্রতিনিধি।।
কুমিল্লায় ওষুধের পিকআপ ভ্যানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা বিক্রি ও পরিবহনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ কুমিল্লা। গ্রেফতার আসামি মোঃ আল-আমিন হোসেন সুমন (৩১) চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানর পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
মেজর সাকিব জানিয়েছেন, বীকন নামের একটি ওষুধ কোম্পানির ওষুধ পরিবহনের একটি মিনি পিকআপ ভ্যান থেকে আট হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেন্সিডিল ও ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ জব্দ পিকাপ ভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

 

inside post
আরো পড়ুন