কাউন্সিলর সোহেলের জানাযার পাশে দাঁড়িয়ে কাঁদলেন প্রতিবন্ধী অহিদা

আমোদ প্রতিনিধি।।
inside post
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সিটি কর্পোরেশনের কাউন্সিলর সোহেলের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর পাথুরিয়াপাড়া কবরস্থান সংলগ্ন  ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাযার পাশে দাঁড়িয়ে কাঁদলেন অহিদা বেগম নামের শারীরিক প্রতিবন্ধী এক নারী। 
তিনি নগরীর পাথুরিয়া পাড়া এলাকার বাসিন্দা। হাত পেতে দিন কাটে। তিনি বলেন, প্রতিবন্ধী মানুষ। কাউন্সিলর সাব অনেক সাইয্য করছেন। তার দেয়া গত বছরের কম্বল এইবারও গায়ে দিতাছি।
জানাজার নামাজে ইমামতি করেন কাউন্সিলর সোহেলের ছেলে হাফেজ সৈয়দ মোঃ নাদিম।
জানাজার নামাজের আগে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, মহানগর যুবলীগ আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েলসহ কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
জানাজায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এই হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন।
উল্লেখ্য-  সোমবার নগরীর পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। এতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। গুলিবিদ্ধ হন আরও ৫ জন।
আরো পড়ুন