কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার সহচর দীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক তাঁবু বাস, সহচর দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সকালে তাঁবু কলা পরিদর্শনে শেষে সেরা উপদলকে গৌরব পতাকা প্রদান করা হয়।
সিনিয়র রোভার মেট মো. তোফাজ্জলের উপস্থাপনায় দীক্ষা অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য মহিউদ্দিন লিটন সিএএলটি। সন্ধ্যায়
দ্বিতীয় পর্বে গার্লস ইন রোভার মেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় তাঁবু জলসা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

inside post


প্রধান স্কাউটার হিসেবে উপস্থিত ছিলেন –
কুমিল্লা জেলা রোভারের সহ- সভাপতি মাসুক আলতাফ চৌধুরী,
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাইনুদ্দীন, খন্দকার, কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমন পিআরএস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্লস ইন সিনিয়র রোভার মেট নাছরিন আক্তার, সাবেক সিনিয়র রোভার মেট নাজমুল হাসান, আবদুর রহমান, মাহমুদুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মুস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট শাহরিয়ার রহমান ইমনসহ কুমিল্লা জেলার বিভিন্ন গ্রুপের রোভার স্কাউট লিডাররা।


অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আমরা রোভার স্কাউটের যোগ্য নেতৃত্বকে অনুধাবন করেছি। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটকে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষাসহ নানা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি। নিজেদের কাঙ্ক্ষিতমান আপনারা ধরে রেখেছেন। আমি এখানে এসে বুঝতে পেরেছি মহান আল্লাহর ওপর বিশ্বাস রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবসেবায় নিয়োজিত রাখার জন্য দক্ষতা অর্জন করা, জ্ঞান অর্জন করা, প্রজ্ঞা অর্জন করার মাধ্যমে আত্মগঠনে নিজেকে আরো পরিশীলিত করার জন্য একটি স্ট্রাকচার্ড মাধ্যম হলো রোভার স্কাউট।
আলোচনা সভা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার ও গার্ল ইন রোভারদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। -প্রেস বিজ্ঞপ্তি। 

আরো পড়ুন