কুমিল্লায় বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার পেয়ে খুশি কৃষক
প্রতিনিধি।।
কুমিল্লায় বিনামূল্যে উন্নত জাতের বীজ-সার পেলো প্রান্তিক পর্যায়ের কৃষক-কিষানিরা। মঙ্গলবার জেলার দাউদকান্দি উপজেলার হাটখোলায় দেড় শতাধিক কৃষকের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। বোরো মৌসুমে আবাদের জন্য হাইব্রিড ধানের বীজ, বালাই নাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ তুলে দেওয়া হয় কৃষকের হাতে।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, ঢাকা ব্যাংক কুমিল্লা শাখার প্রিন্সিপাল অফিসার মো মহিবুর রহমান শাহীন, পেট্রোকেম বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন, ম্যানেজার এগ্রোনোমি বিজয় কুমার সাহা, ডেপুটি সেলস ম্যানেজার হামিদুল ইসলাম ও রিজিওনাল ম্যানেজার তালহা যুবায়ের প্রমুখ।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আসন্ন বোরো মৌসুমের চাষিদের মাঝে এই কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
সারা দেশে সাত হাজারের অধিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করবে ঢাকা ব্যাংক ও পেট্রোকেম।