ঘরে ঢুকে কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা

 প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ইউছুফনগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মুরাদনগর থানার পুলিশ শুক্রবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের প্রবাসী জাকির হোসেন এরশাদের মেয়ে।
নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের পৃথক ছোট ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পড়ে আছে খাটের উপরে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকা- হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

inside post
আরো পড়ুন