চান্দিনার খোকন আনন্দময় জীবন নিয়ে বাঁচতে চান
অফিস রিপোর্টার।
আবু নাইম খোকন(৪০)। প্রবাসে গিয়েছেন আড়াই লাখ টাকা খরচ করে। সেখানে রাস্তা পারাপারের সময় তিনি পায়ে আঘাত পান। দেশে ফিরে আসেন। ধীরে ধীরে তার দুই পায়ের শক্তি চলে যায়। কুমিল্লার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের আবদুস সামাদের ছেলে তিনি। চার ভাই ১ বোনের মধ্যে তিনি সবার বড়। মানুষের দেয়া একটি হুইল চেয়ারে তার দিন কাটে। বাড়ির বাইরে আসতে চাইলে কারো সহযোগিতা নিয়ে আসেন।
খোকন বলেন, আট বছর আগে দুবাই গিয়ে এই অবস্থা হয়েছে। এখন ভাইদেরসহ প্রতিবেশী মানুষের দয়ায় জীবন কাটাচ্ছি। স্থানীয় মেম্বার সাহেবের সাথে একটি প্রতিবন্ধী কার্ডের জন্য যোগাযোগ করেছি। দীর্ঘদিনেও সাড়া পাইনি। যেখানে আমি পরিবারের দায়িত্ব নেয়ার কথা সেখানে নিজেই বোঝা হয়ে গেছি। ভালো চিকিৎসা হলে পা দুটো ভালো হয়ে যেতো। সামনে তাকালে শুধু অন্ধকার দেখি। কিভাবে পেট চালাবো জানি না!
চান্দিনা উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, আমরা শারিরীক প্রতিবন্ধীদের ভাতা দিয়ে সহযোগিতা করে থাকি। খোকনকেও প্রতিবন্ধী ভাতা দিয়ে সহযোগিতা করতে পারবো।