ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডুসাড-এ নতুন নেতৃত্ব

সভাপতি সাবিকুন, সম্পাদক ইমরান

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড)এর নতুন নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হাসান ভূঁইয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান ভূঁইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার পৌরসভার ৬ নং ওয়ার্ড, বালিবাড়ি এলাকায়। অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি সাবিকুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন।
চরম উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে, যাকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। নির্বাচনে ডুসাডের বর্তমান ও সাবেক সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বিগত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হোসেন, এবং সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যরা।
নির্বাচনের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান ভূঁইয়া বলেন, এটি শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব ও আস্থার প্রতীক। সকলের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো।
নবনির্বাচিত সভাপতি সাবিকুন্নাহার বলেন, ডুসাড সবসময় ঐক্য, শিক্ষা ও শান্তির প্রতীক হয়ে কাজ করেছে। আমরা এই ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।
নতুন কমিটির নেতৃত্বে ডুসাডের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী কমিটির সদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি।