পঞ্চমবারের মতো বিজয়ী ভিক্টোরিয়া সরকারি কলেজ

inside post
 প্রতিনিধি।।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে সোমবার  বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি ভবনে) ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সরকার দল হিসেবে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে তেজগাঁও কলেজ। ছায়া সংসদের প্রস্তাব ছিলো “ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণই ভোক্তা অধিকার নিশ্চিত করতে পারে”। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ভিক্টোরিয়া কলেজের হয়ে অংশগ্রহণকারী বিতার্কিকরা সোহাগ হোসেন (প্রধানমন্ত্রী), মুশফিকা নওশিন (মন্ত্রী), অভিষেক কর (সাংসদ)। অতিরিক্ত বিতার্কিক হিসেবে ছিলেন সালমা আহমেদ ও প্রমী দেবনাথ। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী  নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। সভাপতিত্ব করেন , ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ । বিতার্কিকদের এই জয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ,শিক্ষক পরিষদ, ভিসিডিএস এর মডারেটর প্যানেল ও সাবেক বিতার্কিক এবং ভিসিডিএসকে অভিনন্দন জানান।
আরো পড়ুন