পাঁচশো লিটার তেল জব্দ, লাখ টাকা জরিমানা

মাহফুজ নান্টু, কুমিল্লা।
inside post
কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও স্টেশন রোডে এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ লিটার তেল জব্দ করে একটি গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়াও এক ডিলার ও দুই দোকানীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।
তিনি জানান, পুলিশ লাইন এলাকার আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরে ৫০০ লিটার তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির প্রমাণ মিলে।
পরে  ওই দোকানীর ৫০০ লিটার তেল জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করে তেল রাখার গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।
এদিকে অভিযানে  বেশি মূল্যে তেল বিক্রির জন্য স্টেশন রোড এলাকার হুমায়ুন ব্রাদার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 একই  এলাকায় বেশি মূল্যে পাইকারদের কাছে তেল বিক্রির জন্য রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার সংকর সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, আমরা বার বার সতর্ক করছি কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায়। কেউ যদি না শুনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অসাধু ব‌্যবসায়ী‌দের ধরতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা সার্বক্ষণিক তদারকি করছে।
আরো পড়ুন