ভূমি সমস্যা সমাধানে ছুটে গেলেন ডিসি
প্রতিনিধি।।
কুমিল্লার একটি উপজেলার ভূমি সমস্যার সমাধান দিতে ছুটে গিয়েছেন জেলা প্রশাসক। সেখানে উপস্থিত জনতার সামনে বসে সকল অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পরে নিজেই তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেন। বুধবার (১৩ মার্চ) ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার। সমস্যার সমাধান দেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলায় বুধবার উপজেলা পরিষদের হল রুমে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের উপস্থিতিতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গণশুনানিতে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারি ও সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, দলিল লেখক, উদ্যোক্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা প্রদানকারী কর্মী, বাজারে কম্পিউটারে সেবাপ্রদানকারী দোকানী এবং বুড়িচং উপজেলার সর্বসাধারণ জনগণ। গণশুনানিতে অংশ নেয়া বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের সমস্যা গুলো শুনেন এবং একে একে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন। ভূমিসেবা সহজীকরণ করতে দ্রুত সেবাপ্রদান করতে হবে। একই সাথে সরকারের সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মানুষকে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় আসার অনুরোধ জানান।
বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখলাক হায়দার, জোনাল স্যাটেলমেন্ট অফিসার মাহফুজা মতিন, বুড়িচং উপজেলার সাব-রেজিস্টার সোহেল রানা, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত প্রমুখ।