মহাসড়কে গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া ।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুলাই) দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কে উপজেলার মনকাশাইর এলাকায় বিদ্যুৎস্পর্শে নিহতেরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ মিয়া (২৫) এবং একই এলাকার বাপ্পি (২৬)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কটি চারলেন সড়কে উন্নীত করার লক্ষ্যে নির্মাণ কাজের জন্য সড়কের দু’পাশে গাছ কাটার কাজ চলমান। রোববার সকাল থেকেই উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাসস্ট্যাণ্ড এলাকায় গাছ কাটা হচ্ছিলো। দুপুরে কেটে রাখা কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে। এতে পারভেজ ও বাপ্পী নামীয় দুই শ্রমিক বিদ্যুতের তারে স্পর্শিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোসহ নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করেন।
কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে সুরতাহাল সম্পন্ন করেছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’