মাটি কাটা গর্তের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাটি কাটা গর্তের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ২৭ মে মঙ্গলবার বাশার মিয়ার ছেলে রেদোয়ান (৪) ও তার ভাই শেখ আহম্মেদের মেয়ে মরিয়ম (৭) বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের মাটি কাটা গর্তের পানিতে তাদের ভাসতে দেখেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, পানিতে পড়া দুই শিশুকে স্বজনরা নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষানিরীক্ষা করে জানা যায় পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

inside post
আরো পড়ুন