মাদারীপুরে বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, ২৬ লাশ উদ্ধার

inside post
আমোদ ডেস্ক।।
মাদারীপুরের শিবচরে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা লেগে ডুবে গেছে একটি স্পিডবোট। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ ছাড়া পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মধ্যে তিন শিশু ও এক মহিলা রয়েছে।
সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চাদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব সট্টি গ্রামের সাদেক বেপারীর ছেলে রিয়াজ উদ্দিন, ফরিদপুরের বোয়ালমারীর মাইগ্ররো এলাকার পান্নু সর্দারের ছেলে আরজু সর্দার ও তার ছেলে ইয়ামিন সর্দার এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে কাওসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে যাত্রী নিয়ে একটি স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এটি পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে আসলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতেই ডুবে যায় স্পিডবোটটি।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা ২৬টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাঁচ জনকে জীবিত উদ্ধার করেছি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।’
আরো পড়ুন