মেয়ের মুখে কোরআন তেলোয়াত শুনে ইসলাম গ্রহণ

 

inside post

প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক দম্পতি তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শ্যামল ও সোনালী দেবীকে কালেমা পাঠ করান।

এর আগে মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা করেন। বর্তমানে শ্যামলের নাম মোঃ আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, তিশার নাম আরিশা জান্নাত ও ছেলে আয়ুস্মানের নাম মোহাম্মদ আনাস রাখা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শ্যামল-সোনালী দম্পত্তি প্রায় ১০ বছর ধরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাসার পাশে শ্যামলের সেলুন দোকান। ৯ বছর আগে তাদের দাম্পত্য জীবনে মেয়ে মনিষা জন্মগ্রহণ করে। মনিষার বয়স ৩-৪ বছর হলে পাশের মক্তব, মসজিদ, মাদরাসা ও কিন্ডার গার্টেনে পড়ুয়া ছোট ছেলে-মেয়েদের সাথে মিশে খেলাধুলা করে। এক পর্যায়ে ওই শিশুদের কাছে শুনতে শুনতে মনিষার কালেমাসহ কয়েকটি সূরা মুখস্ত হয়ে যায়। মনিষা প্রায় প্রতিদিনই বাসায় পিতা শ্যামল ও মা সোনালীকে কোরআনের সূরা পড়ে শোনায়। এতে শ্যামল-সোনালী দম্পত্তি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন।

বৃহস্পতিবার রাতে তিন সন্তানসহ কালেমা পাঠের মাধ্যমে শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। এ সময় সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে মোঃ আবিদ উল্লাহ বলেন,‘মেয়ের মুখে কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়ে অন্যরকম অনুভূতি হয়। সেজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমি যেন হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।’

আরো পড়ুন