স্কাউটিং সম্প্রসারণে রুহুল আমিনকে ‘রৌপ্য ইলিশ’ পদক প্রদান
বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ স্কাউটসের পরিচালক স্কাউটার মো: রুহুল আমিনকে বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ডে পদক প্রদান করেন রাষ্ট্রপ্রতি ও চিফ স্কাউট আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান। মো: রুহুল আমিন কুমিল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪নং ওয়ার্ডের বাসিন্দা, তাঁর পিতা: মো: জয়নাল আবেদীন, মাতা: পিয়ারা বেগম; তিন ভাই বোনের মধ্যে তিনি প্রথম। তার স্ত্রী আনোয়ারা বেগম, তিনি এক কন্যা সন্তানের জনক। মেয়ে নাজিফা আনজুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পড়েন। সে একজন সৃজনশীল তরুণ লেখক। মোঃ রুহুল আমিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি রোভার স্কাউট গ্রুপের রোভার মেট দায়িত্ব পালন করেন। এমএসএস ডিগ্রি শেষে ১৯৯৪ সালে বাংলাদেশ স্কাউটসের সহকারী ফিল্ড কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। এছাড়াও রুহুল আমিন এপিআর বেসিক ও অ্যাডভান্সড্ ম্যানেজমেন্ট কোর্স এবং আইটিসি/আইএলও এর অধীনে প্রকিউরম্যান্ট ম্যানেজমেন্ট কোর্স সম্পাদন, পিপিআর ও ই-জিপি দক্ষতা এবং লিডার ট্রেনার এর সম্মানীয় দায়িত্ব লাভ ও তিন শাখায় উডব্যাজ অর্জন করেন। তিনি বহির্বিশ্বে প্রোগ্রাম-প্রশিক্ষণ কার্যক্রমে যোগদানের লক্ষে ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ফিলিপিন্স ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন। বাংলাদেশ স্কাউটসের প্রথমে সম্পাদিত কিছু কার্যে তাঁর অবদান রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে মৌচাকে ইম্পসিবল, বিপি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, খুলনা অঞ্চলের শ্রেষ্ঠত্ব অর্জন, অঞ্চলের বিনা খরচে ২০০০ জনের ক্যাম্পুরী বাস্তবায়ন, “চাকুরী বিধিমালা ২০১১” এর খসড়া, রিস্ক ম্যানেজমেন্ট পলিসি খসড়া, স্কাউট শপ ম্যানেজমেন্ট পলিসি খসড়া, “ইয়ূথ ইনভলবমেন্ট ইন ডিসিশন মেকিং” পলিসি খসড়া প্রণয়ন, স্কাউট আন্দোলনের শতবর্ষ উদযাপনে-‘জাম্বুরী অন দ্যা ট্রেন’, টপ-অ্যাচিভার্সদের শ্বেত পাথরে তালিকা স্থাপন ও ডিরেক্টরি প্রকাশে সহায়তা করেন।-প্রেস বিজ্ঞপ্তি।