আশুগঞ্জে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ যুবক আটক
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২টি দেশীয় অস্ত্র এবং ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহানুর সরকারকে (৩১) আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টো মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শাহানুরকে পাঠানো হয়েছে জেলহাজতে।
শুক্রবার (২৫ জুন)রাতে উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামস্থ শাহানুরের নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র-মাদক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহানুর চরচারতলা গ্রামের মৃত মোস্তফা সরকারের পুত্র।
আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চরচাতলা গ্রামে বিশেষ অভিযানে চালায় পুলিশ। অভিযান চলাকালে বেশ কয়েকটি চাইনিজ কুড়াল, রামদা, ছোরাসহ ২২টি দেশীয় বিভিন্ন অস্ত্র, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার ৪০০টাকাসহ শাহানুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’