ঈদ উপহার পাচ্ছে নগরীর ২০ হাজার পরিবার
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
সূত্র জানায়, নগরীর ২৭ জন কাউন্সিলর ও ৯জন নারী কাউন্সিলরের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করা হয়। সকল কাউন্সিলরকে দুইটন চালসহ আলু, তেল, পেঁয়াজ ও ডাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, নব নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ৩৬ জন কাউন্সিলরকে দুইটন করে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংখ্যা বেশী এমন আটটি ওয়ার্ডে আরো আধাটন চাল বেশী দেওয়া হয়েছে। আমরা প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ঈদ দেওয়া হয়েছে।
ঈদের পর ২৩ জুলাই থেকে লক ডাউন। এবছর লাক ডাউনে আমি দুপুরের খাবার সাধারণ মানুষের মাঝে বিতরণ করবো। এটি প্রতিদিন ই চলবে ।