ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকীতে নবীনগরে আলোচনা সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুন:
ভারতীয় উপমহাদেশের বরেণ্য সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিজ জন্মস্থান শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম.আর মুজিব প্রমূখ। সভায় বক্তারা রাগ সঙ্গীতে আলাউদ্দিন খাঁর বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন।
উলেখ্য, আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালে নবীনগর উপজেলার শিবপুর গ্রামে সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারের ‘মদিনা ভবনে’ তিনি মৃত্যুবরণ করেন।