কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিনিধি।
কুমিল্লায় ২৬ মার্চ ভোরে টাউন হল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঙ্কজ বড়ুয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন,উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল,ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আক্তারুজ্জামান, কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, বিনা কুমিল্লার অফিস প্রধান ও ঊধ্র্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান,

আইইবি কুমিল্লার ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মীর ফজলে রাব্বী,সম্মানী সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ কবীর,কৃষি তথ্য সার্ভিস কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা মনিরুল হক রোমেল প্রমুখ। এছাড়া হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।