কুমিল্লার মাঠে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট

 

নতুন বছরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার কুমিল্লা ক্রিকেট কমিটির প্রাক প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানানো হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। তিনি জানান, ২০২২ সালের ৮ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হবে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ১০ জানুয়ারি মাঠে গড়াবে বল।
আরো জানানো হয়, এ বছর কাউন্সিলর কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে টয়োটা এক্সিও কার ও রানার আপ দল পাবে একটি আর ওয়ান ফাইভ অথবা নগদ ৫ লাখ টাকা।
কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আগামী ৩ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনাসহ বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।