কুমিল্লায় বিএনপির সমাবেশ-সতর্ক পুলিশ

 

মাহফুজ নান্টু

আগামীকাল শনিবার কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। মঞ্চ প্রস্তুতত। নেতাকর্মীরাও পৌছে গেছেন সমাবেশস্থলসহ আশেপাশের এলাকায়। এখন ক্ষনগণনা চলছে।

শুক্রবার সকাল থেকে কর্মীদের চাপে মূখর কুমিল্লা নগরীর কান্দিরপাড়সহ আশেপাশের এলাকা। এতে করে নগরীর প্রধান সড়কে যানবাহন বন্ধের উপক্রম হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর প্রতিটি পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকরা সর্তক রয়েছে।

অন্য সময়ে শুক্রবার কুমিল্লা নগরী অপেক্ষাকৃত ফাঁকা থাকলেও বিএনপির সমাবেশ উপলক্ষে এই শুক্রবারটি নেতাকর্মীদের পদচারনায় মূখর। তাই বাড়তি লোকজনকে সামাল দিতে জেলা পুলিশের একাধিক টিম সতর্ক রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বিএনপি তাদের রাজনৈতিক সমাবেশ করবে। তারা করুক। তবে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দিতে কুমিল্লা জেলা পুলিশ বদ্ধপরিকর। সে লক্ষ্য শনিবার নগরীজুড়ে সর্বোচ্চ সংখ্যাক পুলিশ সদস্য কাজ করবে। আমাদের প্রথম ও প্রধান টার্গেট থাকবে সড়কে যেন কোন সাধারণ মানুষ কষ্ট না পায়।