খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

 

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুমিল্লায় দোয়ার আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার এই আয়োজন করা হয়। নগরীর ধর্মসাগর পাড় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ,সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব,কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ফারুক আহাম্মদ,সহসভাপতি সৈয়দ মেরাজ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ফারুক, মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মহরম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।