দেবিদ্বারে আওয়ামীলীগের সম্মেলন সফল করতে ছাত্রলীগের প্রস্তুতি সভা
মোহাম্মদ শরীফ,
আরো পড়ুন:
আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা করেছে উপজেলা ছাত্রলীগ। এসময় সম্মেলন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সর্ব প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্রলীগ নেতারা।
এসময় কুমিল্লা উত্তর জেলা, দেবিদ্বার উপজেলা, কলেজ, পৌরসভা ও ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার দেবিদ্বার এস এ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো বাপ্পু, এস এ সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আমির হোসাইন, ফাজিল মাদ্রাসা সভাপতি মো সাইদুর রহমান, পৌরসভা ছাত্রলীগ সভাপতি ছাব্বির আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মঞ্জরুল ইসলাম রানাসহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ।
এসময় পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে আমরা প্রস্তুত আছি। সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আশা করি সম্মেলনটি শেষ হবে’।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জাতীর কল্যাণে সব সময় প্রস্তুত থাকে। বিএনপি জামায়াতের এই অস্থিতিশীল পরিবেশ তৈরী করার অপচেষ্টা কালেও আমরা দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ প্রস্তুত আছি। সম্মেলনকে শান্তি ও শৃংখল ভাবে সম্পন্ন করতে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট সর্বাত্মক সহায়তা করবে’।