দেবিদ্বারে দিন দুপুরে চুরি হওয়া দোকানের ১৭ ভরি স্বর্ণ উদ্ধার

বিজ্ঞাপন

আমোদ ডেস্ক।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোগাসাইর বাজারে স্বর্ণ দোকান থেকে দিন দুপুরে চুরি হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গত ২৪ জুলাই দুপুরে এ স্বর্ণালঙ্কার চুরি হয়। বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন দুপুর বেলায় আসামি শামীম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটায়। পরে দোকান মালিক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনা তদন্তকালে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষা গ্রামের আবুল হাসেমের ছেলে শামীম হোসেন (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাগলপুর গ্রামের তালেব হোসেনের ছেলে মোঃ রোকন (২৭) এবং একই উপজেলার ইউসুফনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ হাছান (৩০)।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে তাদের দোষ স্বীকার করেছে। তাদেরকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়ার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।