পাঁচ দিন বন্ধ থাকবে বিবির বাজার স্থলবন্দর
অফিস রিপোর্টার।
আরো পড়ুন:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর। ২০জুলাই মঙ্গলবার হতে ২৪জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ জুলাই থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চলবে। বিবির বাজার স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
বিবির বাজার স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি জামাল আহমেদ বলেন, এসোসিয়েশনের সকল সদস্য এবং শ্রীমন্তপুর আমদানি ও রপ্তানিকারক নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।