পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে!

 প্রতিনিধি।।
 পেছনে গোপন কক্ষ। অথচ বাইরে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এক বৃদ্ধ। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। ভোট কক্ষের বাইরে এমন চিত্র দেখা গেছে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে।
বুধবার (৮ মে) উপজেলার নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ভোট দেয়া শেষে এক বৃদ্ধকে অপরজন ভোট দিতে নিয়ে আসেন। এসময় গোপন কক্ষের সামনেই ভোটারকে বিশেষ প্রতীক বলে দেন পাশে দাঁড়ানো ওই বৃদ্ধ। ভোট দেয়ার পর সটকে পড়েন দুজনেই। পরিচয় জানতে চাইলেও দুজনের কেউই কথা বলতে রাজি হননি।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এই ঘটনার কোন প্রমাণ আছে কিনা? পরে তাকে ছবি দেখালে বৃদ্ধদের খুঁজতে যান তিনি।