প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে বললেন কায়সার

 প্রতিনিধি।

শেষ দিনের প্রচারণায় প্রধান নির্বাচন কমিশনারকে দলবল নিয়ে পদত্যাগ করতে বললেন কুমিল্লা সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। ঘোড়া প্রতীকের এই প্রার্থী আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বহিরাগত ও নির্বাচনী ফলাফল হাতে লেখার পাশাপাশি প্রিন্ট আকারে প্রকাশের অনুরোধ করে একটি আবেদন পত্র জমা দেন।

এসময় তিনি সাংবাদিকদের সাথে বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সাংসদের বিষয়ে যে অসহায়ত্বের পরিচয় দিয়েছেন, তাতে আমরা হতাশ। আমাদের আশা ভেঙে পড়েছে। আমি তাকে সবিনয়ে বলতে চাই, আপনি যদি অসহায় বোধ করেন সিটি নির্বাচনের আগে আপনার পুরো টিম নিয়ে পদত্যাগ করুন। প্রহসনের নির্বাচন করার পরে পদত্যাগের দরকার নেই’।

এসময় স্থানীয় সাংসদের বিষয়ে তিনি বলেন, ‘ রিফাত তার ডেমো প্রার্থী। সে বহিরাগতদের এনে নির্বাচনে ঝামেলা সৃষ্টি করতে চাইছে’।

কায়সার তার অভিযোগপত্রে উল্লেখ্ করেন,
‘শেষ মুহূর্তে এসে লক্ষ্য করছি নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলি-গলিতে
ক্যাডাররা মহড়া দিচ্ছে। বিভিন্ন হত্যা মামলার চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে আসছে। এতে
ভোটারদের মাঝে ভয় ও শংকা বাড়ছে। এ বিষয়ে  অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ
করার আবারও দাবি জানাচ্ছি।
ইভিএম নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ থাকা সত্ত্বেও আমরা আপনাদের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনী
প্রক্রিয়ায় অংশগ্রহণ করি।