বুড়িচংয়ে যমুনা গ্রুপের  চেয়ারম্যানের স্মরণে দোয়া 

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।। 
সোমবার বিকেলে দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন  “স্বজন সমাবেশ”  বুড়িচং উপজেলা শাখার উদ্যােগে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্মরণে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভা বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আখলাক হায়দার। বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার ইমরুল হাসান। যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা সমন্বয়ক, বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে এবং যুগান্তর উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু,  বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পি পি এম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
দৈনিক ব্রাহ্মণপাড়া- বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু,  ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল কুদ্দুস, ভারেল্লা দক্ষিণ ইউ পি  চেয়ারম্যান মোঃ শাহ কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক  ইন্জিনিয়ার মোঃ বাছির খান, উপজেলা যুবলীগ নেতা বাদল খান মেম্বার, আলী আশরাফ মেম্বার, সুলতান আহাম্মদ মেম্বার, মোঃ জাকির হোসেন, নাজিম উদ্দীন মুন্সী,  বুড়িচং প্রেস ক্লাব সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মোঃআলমগীর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য গাজী রুবেল  বাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন ভূইয়া, বশিরুল আলম,  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা সদস্য মোঃ ফখরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বুড়িচং উপজেলার সহ সভাপতি মোঃ ছালাউদ্দীন মামুন ফারুকী সহ বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
স্মরণ সভা শেষে দেশবরেণ্য শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বুড়িচং উপজেলার (ভারপ্রাপ্ত) সভাপতি  মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আলকাদরী।