বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত

 

অফিস রিপোর্টার।।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু ও সাধারণ সম্পাদক মহসিন রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পরিচয়ে দুইটি কমিটি বিক্ষিপ্তভাবে কর্মকাণ্ড পরিচালনা করায় সংগঠনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা রয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের উপধারা অনুযায়ী বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দুইটি কমিটি বাতিল করা হলো।

বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন করা হবে।