মনিরুজ্জামান প্রমউখ’- এর তিন-কবিতা

 

অ-বর্ণন 
————————
বিরতি নিলে, বলা’র দরকার- পরে কেনো ?
মনে মনে খবর পৌঁছে দিলে’ই কী- মন ভালো হয়ে যাবে ?
বৃষ্টি’র ভরসায় থেকে, শস্য বুনন- রদ করলে, হয়-না ।
মোরগে’র ডাক শুনে, ঘুম ভাঙলে কী- হয় ?
ভালোবাসলে রাত-জাগা পাখি হতে, হয়-না ।
ভালো মানুষ হতে চাইলে- মোল্লা হবার দরকার, পরে-না ।
প্রেমিক হতে গেলে- সু-দর্শন হতে হয়, কে বলে ?
যাই করো তা’ই লোকে’র মাঝে- ছড়ানো’র তাগিদ কোথায় পেলে ?
মানুষ বাঁচে তার স্বয়ং’- এর বোধ, দীপ্তি, আর- আরোপ অরুণীতা’র ভরে ।।
———————
আলোদ্ভাস 
——————————
অন্ধকার’- এর আলো যে দেখে ।
তাকে আলোকিত করা’র দায় থাকে-না ।
বোধে’র সবুদ দিয়ে, পাকা হয়ে যায়- ভেতর খবর ।
কে দেখে- অণু, কে দেখে-পরমাণু ?
সব রেণু’ই আঁধারে’র বুক ছিঁড়ে, তুলে আনে- সূর্য-কিরণ ।।
———————-
কুটুম তোহার 
—————————————————————-
ঘুমে’র শহরে, কে মেটাবে-
তৃষ্ণা’র দাম ?
অলি-গলি খানা-খন্দে
ভরে গিয়েছে, আব্রু-ভ্রম !
রবীন্দ্র-যুগ পার হয়ে,
মানুষ হয়েছে সোশ্যাল ধামাল ।
বই রাজত্বে কারচুপি কামাল,
পোশাকে’র আদিম নেহাল !
নগ্ন কামান তাড়া এখন-
খামার’- এর মুরগী’র ফিৎরত !
আদর্শে’র চারু-পাঠ গিলে নিয়েছে,
সভ্যতা’র মাচান ।
উনবিংশে’র হাত- মলাট হতে হতে,
আমাদের ঘুমে’র রাহাত ।
কবি’র কবিতা’র বাহার-
হৃদয়ে’র কুটুম তোহার- বারিসাত ।।
———————–
মনিরুজ্জামান প্রমউখ । 
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ হতে । 
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর । 
উদ্যোক্তা- প্রমউখ’ ব্যবসা ঘর ।