মনোহরগঞ্জে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের সভা

প্রতিনিধি:-
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত  স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লি: এর  অফিসে  ৩১মে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,  কোম্পানির কুমিল্লা জোনাল ম্যানেজার মামুন খাঁন।
জোনের ম্যানেজার আব্দুল্লাহ আল- মামুন মুন্না,  সিনিয়ার রাইডার খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাইডার বিষ্ণু রায়, সাইফুল ইসলাম, কাজল রায়, রবিউল, রাকিবুল ইসলাম, বাবু প্রমুখ।
এ সময় অত্র কোম্পানির কুমিল্লা জোনাল ম্যানেজার মামুন খাঁন বলেন, অনেক পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এসেছে, আপনারা কখনো কোন মার্সেন্ট, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহারের সর্বনিম্ন শাস্তি চাকুরি থেকে অব্যাহতি। তাই সকলের প্রতি অনুরোধ খারাপ ব্যাবহার করবেন না।  আরো নানা বিষয়ে আলোচনা।