শিদলাই ইউপি আওয়ামী লীগের নতুন কমিটি
আরো পড়ুন:
মোহাম্মদ শরীফ।।
বি-পাড়া উপজেলার ২নং শিদলাই ইউনিয়নের আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. আবদুল বারী’র স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মো আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক মো আব্দুল কাদের বাচ্চু ও সাংগঠনিক নাছির উদ্দিন (বিএসসি)। নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বিএসসি বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে জীবনের শেষ রক্ত দিয়ে কাজ করে যাবো’।
সভাপতি ডাঃ মো আব্দুল কুদ্দুস বলেন, ‘
১৯৬৫ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতি করছি। ৬দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ দলের সকল আন্দোলনে সক্রিয় ছিলাম। কখনো আওয়ামী লীগ ছাড়ি নাই। আমাকে নতুন কমিটিতে মনোনিত করায় আনন্দিত’।
উল্লেখ্য, এই কমিটি ৩ বছরের জন্য গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।