অটোরিকশা চুরিতে গ্রেফতারের পর এবার বিদ্যুত চুরির অভিযোগ

প্রতিনিধি।।
অটোরিকশা চুরিতে গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধে বিদ্যুত চুরির অভিযোগ উঠেছে। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মহর আলীর ছেলে সাইফুল ইসলাম। কুমিল্লা শহরতলীর চম্পকনগর পূর্বপাড়ায় আনোয়ার হাউজিংয়ের গেইটে তার অটো রিকশার গ্যারেজ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়,তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ রয়েছে। এই নিয়ে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি গ্রেফতারও হন। ২০২৩সালের ২০ ফেব্রুয়ারি ১৮জনকে অটো রিকশা চুরির অভিযোগে গ্রেফতার করে র‌্যাব। তার মধ্যে সাইফুল ইসলামও ছিলেন। চুরি নিয়ে প্রতিবাদ করায় তিনি এলাকার বিভিন্ন ব্যবসায়ীর গায়েও হাত তোলেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার গ্যারেজে বিদ্যুত চুরির অভিযোগে সংযোগ কেটে দেন বিদ্যুত বিতরণ বিভাগ শাসনগাছা।
বিদ্যুত বিতরণ বিভাগ শাসনগাছার উপসহকারী প্রকৌশলী ফয়সাল হাওলাদার বলেন,অবৈধ বিদ্যুত সংযোগের বিষয়ে আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করি। বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলামের গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। এবিষয়ে এখনও মামলা হয়নি বলে জানান। এনিয়ে নির্বাহী প্রকৌশলী ভালো বলতে পারবেন বলে জানান।
অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমি গ্যারেজে ছিলাম না। একটা তার ফাটা ছিলো। সেখানে গ্যারেজের কর্মচারীরা না বুঝে সংযোগ দিয়েছেন। চুরির মামলায় গ্রেফতারের বিষয়ে তিনি বলেন,সেই মামলায় বাদী ছিলো না। আমরা কিছু জরিমানা দিয়ে সেটি থেকে মুক্তি পাই।

inside post
আরো পড়ুন