কুমিল্লার চার মহাসড়কের দুঃখ ১১ বাজার

গৌরিপুর,কংশনগর, বাগমারা ও মুদাফফরগঞ্জ মহাসড়কের গলার কাঁটা
মহিউদ্দিন মোল্লা।।
কুমিল্লার চার মহাসড়কের দুঃখ হয়ে দাঁড়িয়েছে ১১টি বাজার। জেলার ওপর দিয়ে অতিক্রিম করা মহাসড়ক গুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক,কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়ক গুলোর ওপর দুই ডজন বাজার থাকলেও বেশি দুর্ভোগে পড়তে হয় ১১টি বাজারে।

inside post

কংশনগর।
খোঁজ নিয়ে ও সরেজমিন গিয়ে জানা যায়, বাজার গুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরিপুর, চান্দিনা উপজলা সদর,বুড়িচং উপজেলার নিমসার,সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌদ্দগ্রাম উপজেলা সদর বাজার। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ বাজার মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বেশি দুর্ভোগ লালমাই উপজেলার বাগমারা বাজার ও লাকসাম উপজেলার বাইপাস এলাকায়,কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর,দেদ্বিার সদর ও মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে যানজট সৃষ্টি হচ্ছে। এলোপাতাড়ি ছোট যানবাহন পার্কিংয়ের কারণে কংশনগর বাজারের যানজট ভোগান্তির অপর নাম হয়ে উঠেছে। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের যানজট ওই এলাকার ঐতিহ্য হয়ে গেছে!
চৌদ্দগ্রামের কামাল হোসেন,মুদাফফরগঞ্জের আবু তাহের ও বাগমারার মোসলেম উদ্দিন বলেন, দিন দিন মহাসড়ক গুলো হয়ে উঠছে গ্রামীণ বাজার ও রিকশা স্ট্যান্ড। বাজার ও স্ট্যান্ড অপসারণ জরুরি। যতক্ষণ এসব এলাকায় পুলিশ থাকে ততক্ষণ মহাসড়ক চালু থাকে। সরে গেলে আগের অবস্থায় ফিরে যায়।
সংগঠক মতিন সৈকত বলেন, বিভিন্ন বাজার এলাকায় অস্থায়ী স্থায়ী স্থাপনা ও যত্রতত্র পরিবহন রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দাউদকান্দির গৌরিপুর,বুড়িচংয়ের কংশনগর, লালমাইয়ের বাগমারা ও লাকসামের মুদাফফরগঞ্জ বাজার মহাসড়কের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপকূল বাস সার্ভিসের পরিচালক কবীর আহমেদ বলেন,ফোরলেনের কাজ শেষ না হওয়ায় এবং সড়কের ওপর বাজার বসায় লাকসাম বাইপাস ও বাগমারায় যানজট সৃষ্টি হচ্ছে। বেশি দুর্ভোগ হচ্ছে বাগমারায়। গত সরকারের দুই মন্ত্রীর অবহেলায় কাজটি শেষ হযনি।
কুমিল্লা মোটর এসোসিয়েশনের (বাস মালিক সমিতি) সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, বিভিন্ন বাজারে কমিউনিটি পুলিশ কাজ করছে। তার সাথে হাইওয়ে পুলিশ টহল বাড়ালে মহাসড়ক সচল থাকবে। মহাসড়ক সচল রাখতে আমরাও পরিবহন চালকদের পরামর্শ দিয়ে আসছি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো.খাইরুল আলম বলেন, আমরা বাজার এলাকার সমস্যাগুলো অবগত রয়েছি। এনিয়ে কংশনগরসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি। সবার সাথে আলোচনা করে একটা সুন্দর সমাধানে আসতে পারেবা বলে আশা করছি।

আরো পড়ুন